দেশের টেলিভিশন উপস্থাপকদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ’ (পিপিবি) এর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার এ শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়া উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, এস এ হক অলীক প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের শেষের দিকে আব্দুন নূর তুষারকে সংগঠনটির সভাপতি ও আনজাম মাসুদকে সাধারণ সম্পাদক করে সংগঠনটি যাত্রা শুরু করে। পিপিবি’র অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফেরদৌস বাপ্পী, খন্দকার ইসমাইল, শারমীন লাকি এবং ফারহানা নিশো। তিন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন নওশীন নাহরীন, শফিউল আলম এবং ফারজানা ব্রাউনিয়া। সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস।
এ ছাড়া অন্যান্য পদে আছেন-আলিফ আলাউদ্দীন (অর্থ), সামিয়া আফরিন (দপ্তর), নীরব খান (প্রচার ও প্রকাশনা), সায়েম সালেক (সাহিত্য), শান্তা জাহান (সাংস্কৃতিক), সৈকত সালাহউদ্দিন (আন্তর্জাতিক), আফরিন আহমেদ (আইন), মারিয়া নূর (ক্রীড়া ও বহিঃ অনুষ্ঠান) এবং নাবিলা (আর্কাইভ)। সংগঠনটির প্রথম কার্য নির্বাহী সদস্যরা হলেন-খাইরুল ইসলাম পাখি, রুমানা মালিক মুনমুন, শাহেদা পারভীন তৃষা, তানভীর তারেক, আমব্রিনা সারজিন আমব্রিন, মৌসুমী বড়ুয়া, পারিহা লিমা, ইমতু রাতিশ, জেরিন চৈতি ও ইভান সাইর।
শপথ গ্রহণ শেষে আয়োজিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ই জাহান