‘সাইবার বুলিং’ নিয়ে তত্পরতা বৃদ্ধি করতেই নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক এক অভিজ্ঞতার কথা এবার প্রকাশ্যে আনলেন সাবেক পর্ন তারকা সানি লিওন। সোশ্যাল সাইটের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগই করলেন বলিউডের এই ‘বেবি ডল’।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সানি লিওন বলেন, তার বাড়ির নীচে দাঁড়িয়ে রয়েছেন। এই বলে এক সময় কেউ তাকে হুমকি দিতেন। ‘ছুরি নিয়ে আসছি’ বলেও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।
সানি আরও বলেন, যে সময় যখন তাকে হুমকি দেওয়া হয়, তখন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার দেশে ছিলেন না। ফলে, ভয় পেয়ে যান তিনি। যদিও সেই হুমকির পর কোনও ক্ষতি হয়নি। কিন্তু বেশ ভয়ই পেয়ে গিয়েছেন সানি লিওন। যদিও অভিযুক্তকে এখনও পাকড়াও করা যায়নি বলেই জানা গেছে।
তবে ওই ঘটনার পর পরই বাড়ি পরিবর্তন করেন সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। বাড়ির বাইরে ক্যামেরা লাগিয়ে নজরদারিও শুরু করা হয় বলে জানিয়েছেন সাবেক এই পর্নস্টার। কিন্তু ওই ঘটনার কথা মনে পড়লে এখনও শিউরে ওঠেন বলেও জানিয়েছেন সানি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর