ফের শিরোনামে গায়ক সোনু নিগম। ‘আজান’ বিতর্কের পর এবার সিনেমা হলে ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর বিপক্ষে মত দিলেন তিনি। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর পক্ষে রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সেই ঘোষণার পরই এ নিয়ে মুখ খুলেছেন সোনু।
সোনু জানান, ‘‘যদি সিনেমা হলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজে, আর পাকিস্তানিরা উঠে দাঁড়ান, সে ক্ষেত্রে আমিও দাঁড়াব। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেছেন সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো উচিত। কেউ বলেছেন উচিত নয়। আমার মনে হয় জাতীয় সঙ্গীত খুবই সম্মানের ও স্পর্শকাতর বিষয়। তাই সিনেমা হল বা রেস্তোরাঁর মতো জায়গায় এটি বাজানো উচিত নয়।’’
এ বিষয়ে সোনুর ব্যখ্যা, ‘‘যদি বাবা-মাকে সম্মান করেন কেউ, তা হলে তাদের এমন কোনও জায়গায় নিয়ে যাবেন না, যেখানে তাদের অসম্মান হতে পারে। ঠিক তেমনই যে কোনও জায়গায় জাতীয় সঙ্গীত বাজালে তার সম্মান থাকে না। যদি আমি একজন ভাল মানুষ হই, তা হলে যে কোনও দেশের জাতীয় সঙ্গীত বাজলেই আমি উঠে দাঁড়াব।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর