নারীদের সার্ফিং নিয়ে নির্মিত ছবি ‘ন ডরাই’ ছবির পোস্টার ২০ জুন প্রকাশ করা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এ ছবি। ছবির ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ছবির চিত্রনাট্য লিখেছেন বুনোহাঁস, পিংক ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।
আগামী অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা। গল্পটি গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বন করে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ছবিতে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা।
বিডি প্রতিদিন/ফারজানা