নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একটির চালক সুজন মিয়া (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হিরো আলম নামের এক ব্যক্তি।
নিহত সুজন একটি বিয়ের বরযাত্রী হিসেবে দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দেশ্যে আজ রবিবার দুপুরে রওনা হয়েছিলেন। সুজনের মোটরসাইকেলে আরও দুই বরযাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন তার মোটরসাইকেলে দুজন নিয়ে বরযাত্রী হয়ে যাচ্ছিলেন এক বিয়ের আসরে। এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি অপর বরযাত্রী হিরো আলমের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে দু'টি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মারা যান। এতে অপর মোটরসাইকেল চালক হিরো আলম গুরুতর আহত হন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ