২২ মিলিয়নের অধিক ফলোয়ারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ইউটিউব চ্যানেল ওয়াচমোজো বঙ্গ-এর সহযোগিতায় চালু করতে যাচ্ছে 'ওয়াচমোজো বাংলা'। ইউটিউব, ফেসবুক ও বঙ্গবিডি.কমে একইসাথে শুরু হচ্ছে এই নতুন চ্যানেলটি। ওয়াচমোজোর সকল কন্টেন্ট বাংলায় ডাব করে বিশ্বজুড়ে প্রায় ৩০০ মিলিয়ন বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দিতে সহায়তা করবে বঙ্গ।
ওয়াচমোজো দৈনিক 'টপ টেন' ভিডিও তৈরি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ের ইতিহাস নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে। বিষয়গুলো মোট ১৬টি ক্যাটেগরির, যেমন- এনিমে, অটোমোটিভ, ব্যবসাবাণিজ্য, কমেডি, শিক্ষা, ফ্যাশন, চলচ্চিত্র, স্বাস্থ্য ও ফিটনেস, লাইফস্টাইল (জীবনযাত্রা), মিউজিক (সঙ্গীত), প্যারেন্টিং, রাজনীতি ও অর্থনীতি, মহাকাশ ও বিজ্ঞান, খেলাধুলা, প্রযুক্তি, ভ্রমণ ও ভিডিও গেমস।
বঙ্গ'র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমাদের দেশের কন্টেন্ট জগতে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই পার্টনারশিপটি আন্তর্জাতিক কলাবোরেশনের একটি অসাধারণ উদাহরণ।
পার্টনারশিপের অংশ হিসেবে বাংলায় ডাবিংকৃত চ্যনালেগুলোকে পরিচালনা করবে বঙ্গ স্টুডিওস। সম্প্রতি বাংলা কন্টেন্ট বিশ্বের সবখানে পৌঁছে দিতেও কাজ করছে বঙ্গ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র এবং ক্লাসিক নাটকসমূহকে ভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটি একটি সাবটাইটেলিং ও ডাবিং টিমও চালু করেছে। প্রথম দিকের কিছু কাজ করা হবে ইংরেজি এবং নেপালি ভাষায়।
আমরা বিশ্বাস করি কন্টেন্টের ক্ষেত্রে কোন প্রতিবন্ধক থাকা উচিত নয়। আমাদের কন্টেন্ট বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো কেউ দেখতে পারবেন। আমাদের কাজ হচ্ছে জিনিসটিকে সহজলভ্য এবং সহজবোধ্য করে তোলা। কন্টেন্ট রপ্তানি করে আয়কৃত বৈদেশিক মুদ্রা আমাদের তৈরি পোশাকশিল্পের ওপর থেকে নির্ভরতা অনেকখানি কমিয়ে আনতে সক্ষম। এজন্যে সঠিক নীতিনির্ধারণের মাধ্যমে স্থানীয় কন্টেন্ট প্রতিষ্ঠানগুলোকে আমাদের সহায়তা করতে হবে, বলেন সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক নাভিদুল হক।
বঙ্গ স্টুডিওস একটি মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি কন্টেন্ট নির্মাতা এবং বিজ্ঞাপনদাতাদের সাথে নির্মাণ ও মনেটাইজিং সংক্রান্ত কাজ করে থাকে। প্রায় ৫০০টিরও বেশি চ্যানেল নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটির পরিচালিত চ্যানেলগুলোতে রয়েছে ১২০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং মাসিক ৮০০ মিলিয়নের বেশি ভিউ। নির্মাতাগণ প্রোডাকশন বাজেটসহ আইনি ও প্রযুক্তিগত সহায়তা যেমন ভিডিও এডিটিং, এসইও এবং গ্রাফিক্স সহায়তা পেয়ে থাকেন।
বিডি-প্রতিদিন/শফিক