মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণে হাত দিয়েছেন নতুন ধারাবাহিক নাটক ‘হিট’। ধারাবাহিকটির মাধ্যমে অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরেছেন হাসান মাসুদ। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। এর আগে রাজের ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিকগুলোতে দেখা গেছে হাসান মাসুদকে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, হিট আমার ১৩তম ধারাবাহিক। এটি রচনা করেছেন মারুফ রেহমান। আশা করি, এবারের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এ ছাড়া প্রতিটি পর্ব থাকবে ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে।
ধারাবাহিকটিতে আরও দেখা যাবে সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন, মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু ও তানজিম হাসান অনিককে। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশন চ্যানেলে।
বিডি প্রতিদিন/ফারজানা