গ্র্যামি ২০২১ এর আসরে ইতিহাস গড়লেন বিয়ন্সে ও টেইলর সুইফট। এ নিয়ে গ্র্যামির আসলে ২৮টি পুরস্কার জিতেছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে তিনিই সর্বাধিক পদকজয়ী নারী সঙ্গীতশিল্পী। বিয়ন্সে ছাড়িয়ে গেছেন এলিসন ক্রুসকে।
সেরা আর অ্যান্ড বি পারফর্মেন্সের পুরস্কার হাতে নিয়ে বিয়ন্সে বলেন, আমি সম্মানিত বোধ করছি এবং খুবই রোমাঞ্চিত।
এদিকে, প্রথম নারী শিল্পী হিসেবে তৃতীয়বারের মতো বর্ষসেরা অ্যালবামের পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। 'ফোকলোর' অ্যালবামের জন্য টেইলর এ পুরস্কার পেয়েছেন। এর আগে মাত্র তিন শিল্পী এমন রেকর্ড গড়েছেন। তারা হলেন ফ্রাঙ্ক সিনাত্রা, পল সিমন ও স্টিভি ওনডার।
এ বছর গ্র্যামির আসরে 'এভরিথিং আই ওয়ান্টেড' এর জন্য রেকর্ড অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন বিলি আইলিশ, 'আই কান্ট ব্রিথ' এর জন্য বর্ষসেরা গানের পুরস্কার জিতেছেন হার ও সেরা নবাগত শিল্পী নির্বাচিত হয়েছেন মেগান দি স্ট্যালিয়ন।
বিডি প্রতিদিন/ফারজানা