চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় লরি চালক আক্সা আলীকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়।
রবিবার গভীর রাতে আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন।
এর আগে গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ যন্ত্রশিল্পী নিহত হন এবং ৬ জন আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার