গানের জগতে রকস্টার জেমস শখের বসে ফটোগ্রাফারও। তিনি অনেক বছর ধরেই ছবি তুলছেন। তার ফেটোগ্রাফিতে কখনো প্রকৃতি আবার কখনো পোট্রের্ট। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই নগর বাউলের ক্যামেরা ক্যানভাস মাঝে-মধ্যে দেখার সুযোগ হয় নেটিজেনদের। এবার তার ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রকস্টার জেমসের ক্যামেরায় ধরা পড়া একটি ছবি প্রকাশ করেন মিথিলা। সেখানে ক্যাপশনে উচ্ছ্বসিত মিথিলা লিখেছেন, আমি উচ্চস্বরে বলছি, ছবিটি যিনি তুলেছেন তিনি আমাদের নগরবাউল রকস্টার ছাড়া আর কেউ নয়।
যদিও ফটোগ্রাফারকে হ্যাশট্যাগ দিয়ে মিথিলা লিখেছেন জেমস ভাই। বিষয়টি নিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, তিনি কলকাতায় যাওয়ার আগে গত ১ মার্চ জেমস তার ছবি তুলেছিলেন। কয়েক ঘণ্টার সেশনে নগরবাউল অনেকগুলো ছবি তুলেছিলেন তার। আপাতত একটাই শেয়ার করেছেন।
উল্লেখ্য, এর আগে জেমসের ক্যারেনায় ধরা পড়েছিলেন অভিনেত্রী জয়া আহসান, মারিয়া নূর, জেসিয়া ইসলাম, সারাহ আলমের মতো অভিনেত্রী-মডেলরা। তারা প্রত্যেকের নগর বাউল জেমসের এই ফটোগ্রাফির মধ্য দিয়ে আলোচনায় এসেছেন।
ছবিটি দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শফিক