অস্কারে চড়কাণ্ড নিয়ে নতুন ভিডিওতে কথা বলেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। গত মার্চে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন স্মিথ। নতুন ভিডিওতে উইল স্মিথ জানিয়েছেন, তিনি এ ঘটনায় ‘গভীরভাবে অনুতপ্ত’।
সর্বশেষ অস্কারের আসরে ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন উইল স্মিথ। সেই অস্কারেই উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের হেয়ারস্টাইল নিয়ে কৌতুক করেন ক্রিস রক। অসুস্থতার জন্য চুল পড়ে যাচ্ছে স্মিথের স্ত্রীর। অস্কারের মঞ্চে হাজির হওয়ার দিন তার মাথা ছিল ন্যাড়া করা। সেদিকেই ইঙ্গিত করে ক্রিস রক মজা করায় ক্ষোভ ধরে রাখতে পারেননি উইল স্মিথ।
শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ভিডিও পোস্ট করেন স্মিথ। সেখানে তিনি বলেন, ‘আমি ক্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমি বার্তা পেয়েছি, সে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। যখন সে প্রস্তুত হবে যোগাযোগ করবে। আমি ক্রিসকে বলতে চাই, ‘আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার ছিল অগ্রহণযোগ্য এবং তুমি যখনই কথা বলতে রাজি হবে তখনই আমি তোমার সাথে কথা বলবো।’’
সূত্র: সিএনএন