রাজার স্বৈরাচারী কর্মকাণ্ড ও প্রজাদের অমানবিক শোষন-নিপীড়নের স্পর্শ প্রতিচ্ছবি নাটক “রাজা অনুস্বারের পালা” দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছে। তৎকালীন সমাজ চিত্র ফুটে উঠেছে এই নাটকে। নাটকে “যেমন কর্ম-তেমন ফল” প্রজা বিদ্রোহের মুখে ধ্বংসপ্রাপ্ত হয় রাজপ্রসাদ। অসম্পূর্ণ তার পিপাসা নিয়ে প্রাণ ত্যাগ করেন রাজা। সকল অমানবিকতা কাটিয়ে অবশেষে মানবতার জয় হয়।
মনোমুগ্ধকর নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যায়। গত শনিবার রাত ৭টায় দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে মঞ্চস্থ হয়।
দিনাজপুরে ঐহিত্যবাহী নবরূপীর আয়োজনে ও প্রযোজনায় শাহ্জাহান শাহ্ ২য় নাট্যোৎসবের প্রথম নাটক ও মমতাজ উদ্দীন আহম্মেদ এর রচনায় এবং শামীম রাজার নির্দেশনায় এই দর্শক নন্দিত “রাজা অনুস্বারের পালা” নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকে রাজা চরিত্রে অভিনয় করেন বাবুন সাহা, রানী চন্দ্রবিন্দু-সিফাত-ই-জাহান শিউ, প্রধানমন্ত্রী-মানস কুমার ভট্টাচার্য, যুদ্ধমন্ত্রী- লেলিন নাগ, শরীর মন্ত্রী- আবুল কালাম আজাদ, পাদটীকা- ষষ্ঠি চন্দ্র, সুত্রধর- মোঃ জাকির হোসেন, অভাবী- শামীম রাজা, খেয়াবী- আরিয়ানা চৌধুরী সাবা, ভাগিনা-মুরাদুজ্জামান মুরাদ, ভাতিজা- ফাইয়াদ বিশাল, সর্দার-ম.মিজু, গোবরা- নিরঞ্জন হীরা, দিসা- মোঃ আকবর আলী, হাকু- প্রণব শীল, ঘোষক- রিংকু, পুরোহিত- টংক নাথ অধিকারী, মা বহুব্রীহি- প্রতিমা রানী রায়, নৃত্যে- বর্ষা।
শনিবার দিবাগত সন্ধ্যায় নাট্যোৎসবের নবরূপীর নাটকটি উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।
নাটকের আবহ সংগীতে ছিলেন মোঃ নজরুল ইসলাম, মিউজিকে- টংক নাথ অধিকারী, আলো- তারেকুজ্জামান তারেক, আলোক প্রক্ষপেন- আবু তাহের, মঞ্চ পরিকল্পনা- বাবুন সাহা, পোষাক- সিফাত-ই-জাহান শিউ, রূপসজ্জা- হারুন-উর-রশিদ।
রাজকিয় পোষাক, লাইটিং মঞ্চ সহ রাজার ভূমিকায় বাবুন সাহা, অভাবী চরিত্রে শামীম রাজা ও রানী চন্দ্রবিন্দু চরিত্রে-সিফাত-ই-জাহান শিউ এর অভিনয় দর্শকরা স্মরণ রাখবে। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, নাট্যোৎসব উপ-কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তী ও আতিকুর রহমান নিউ।
বিডি প্রতিদিন/হিমেল