২৫ নভেম্বর, ২০২২ ১৮:০১

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি ও ভয়েস তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এই বর্ষীয়ান অভিনেতার আবেদন আমলে নিয়ে দিল্লির হাইকোর্ট শুক্রবার এ বিষয়ে রুল জারি করেছে।

হাইকোর্টের আদেশ অনুসারে অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তার ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে আদেশ দেওয়া হয়েছে। অমিতাভের 'পার্সোনালিটি রাইটস' কে রক্ষা করতেই এই পদক্ষেপ।  

দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা জানিয়েছেন, অমিতাভ বচ্চন একটা সুপরিচিত নাম। আর তাই বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ব্যবসায়িক উদ্দেশ্যে তার নাম, ছবি বা কন্ঠস্বর হামেশাই ব্যবহার করে থাকে। এর সবটা যে তার অনুমতি নিয়ে করা হয় এমনটা নয়। আর এই বেআইনি ব্যবহারেই ক্ষুব্ধ অমিতাভ। তার স্পষ্ট বক্তব্য, তিনি ‘ব্যবহার হতে’ চান না। আর তাই আইনের দ্বারস্থ হয়েছিলেন। 

সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর