বলিউড অভিনেতা ইরফান খান নেই বছর তিনেক। শূন্যলোকে পাড়ি জমানো সেই ধ্রুবতারার কাজ এখনও বাকি। প্রয়াত এই অভিনেতার শেষ সিনেমা ‘দ্য সং অব স্করপিয়ন্স’ পর্দায় আসতে সব কাজ শেষ হয়েছে। তার সবশেষ সিনেমটি মুক্তি পাচ্ছে চলতি মাসে।
২০২০ এর ২৯ এপ্রিল পরপারে পাড়ি জমান ইরফান। তার মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন আগেই ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য সং অব স্করপিয়ন্স’।
বুধবার প্রকাশ হয়েছে সিনেমার ট্রেইলার।
ইরফান পুত্র অভিনেতা বাবিল খান ইনস্টাগ্রামে ট্রেইলারটি শেয়ার করে লিখেছেন ‘ভালবাসা, পাগলামো এবং বিশ্বাসঘাতকতার এক হৃদয়বিদারক আখ্যানকে আপনাদের সামনে নিয়ে আসছি।’
ইরফান খানকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২০ সালে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। ওই সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        