দেশের বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো বিডি নিয়ে এসেছে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র 'দাসাভাথারাম'-এর বাংলা ডাবড সংস্করণ ‘দশ অবতার’। কিংবদন্তি অভিনেতা কমল হাসান অভিনীত বিজ্ঞানধর্মী এই চলচ্চিত্রটি তার ধুন্ধুমার অ্যাকশন এবং রোমাঞ্চকর গল্পের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকদের সাড়া ফেলে দিয়েছে। গত ৭ জুলাই ২০২৩ থেকে বঙ্গো-এর ওয়েবসাইট ও অ্যাপে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে।
কমল হাসান, মল্লিকা শেরাওয়াত, আসিন ও জয়া প্রদাসহ দুর্দান্ত সব অভিনেতাদের নিয়ে তৈরি দারুণ এই অ্যাকশন থ্রিলার 'দশ অবতার' একটি অসাধারণ সিনেমাটিক অভিজ্ঞতা দেবে আশা করছেন বঙ্গো কতৃপক্ষ।
'দশ অবতার' সিনেমার গল্পটি এমন একজন বিজ্ঞানীর গল্প বলে যার আবিষ্কৃত ফর্মূলাই তার জীবনে নিয়ে আসে বিপর্যয়। নিজের কাছের মানুষ তো বটেই এমনকি খোদ আমেরিকান সরকার তার পেছনে লেগে যায় ফর্মূলাটি কেড়ে নিতে।
এই সিনেমায় বিশ্বের প্রথমবারের মতো নায়ক কমল হাসান ১০টি ভিন্ন চরিত্রে একাই অভিনয় করেছেন।
বঙ্গো বিডি বাঙালি দর্শকদের জন্য সেরা বিনোদন দেওয়ার জন্য বিখ্যাত, 'দশ অবতার'ও এর ব্যতিক্রম নয়। এর শক্তিশালী কাহিনী, দারুণ পারফরম্যান্স এবং দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো যে কোনো দর্শককে মন্ত্রমুগ্ধ করবে। 'দশ অবতার' হিসেবে 'দাসাভাথারাম'-এর বাংলা ডাব করা সংস্করণ প্রকাশ করে বঙ্গ বিডি আবারও সেটি নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত