আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া চলচ্চিত্র ‘আদিম’ সিনেমাটি এবার প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আজ এবং পরশু থাকছে যুবরাজ নির্মিত ‘আদিম’-এর বিশেষ শো। আয়োজকরা জানিয়েছেন, সবগুলো ছবি দর্শনার্থীরা বিনামূল্যে দেখলেও শুধু ‘আদিম’ দেখতে হবে ৫০ টাকা বিনিময়মূল্যে!
গত শনিবার (৮ জুলাই) থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চলতরঙ্গ সিনেসপ্তাহ। যেখানে দেখানো হবে দুই দিনের দুনিয়া, টান, এই মুহূর্তে এবং গুণিন-এর মতো চলচ্চিত্র। এসব সিনেমার ভিড়ে দুই দিন থাকছে ‘আদিম’-এর এই বিশেষ শো।
বুয়েটে ‘আদিম’-এর শো থাকছে আজ ১০ জুলাই সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, এবং ১২ জুলাই বিকেল ৩টায়। আয়োজকরা জানিয়েছেন, ১২ তারিখ ‘আদিম’ প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে থাকছে একটি সেশন। যেখানে উপস্থিত থাকবেন ছবির নির্মাতা।
বিডি প্রতিদিন/হিমেল