দর্শক মহলে সাড়া ফেলেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রহেলিকা সিনেমাটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ছবিটি দর্শক ধরে রেখেছে, যার ফলে বেড়েছে হল সংখ্যা।
ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন, দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। দর্শকদের প্রতি গভীর ভালোবাসা, এখনো প্রহেলিকার সঙ্গে তারা আছেন। অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো শুধু প্রহেলিকার জন্য না, বাংলাদেশের সিনেমার জন্যই সুখবর। আবার কোথাও কোথাও এখনো হাউজফুল হচ্ছে। এটি একটি রেকর্ড। সব মিলিয়ে প্রহেলিকা দর্শকদের ভালোবাসায় সিক্ত।
উল্লেখ্য, এই ছবির মধ্য দিয়ে মাহফুজ আহমেদ দীর্ঘ ৮ বছর পর সিনেমায় ফিরেছেন। তার সাথে বুবলীর রসায়ন দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। মাহফুজ ও বুবলী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।
ঈদের দিন মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুরুতে অল্প কয়েকটি হলে প্রদর্শিত হচ্ছিল। তারপর ১৫টি এবং গত শুক্রবার থেকে ৬টি হল সংখ্যা বেড়েছে। এখন মোট ২১টি প্রেক্ষাগৃহে চলছে। আগামী সপ্তাহ থেকে আরও হল বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক