জওয়ান সিনেমার প্রিভিউ প্রকাশ হতেই শাহরুখ খানের টাক মাথায় মজেছেন নেটিজেনরা। কেউ যেমন শাহরুখের নানা লুকে মুগ্ধ হয়েছেন, তেমন করে কেউ আবার এ নিয়ে বেশ মিমিক্রিও করছেন।
জওয়ানে শাহরুখের সব রূপই তার ভক্তদের মন কেড়েছে। তবে টেকো শাহরুখ আছেন মিমারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কেউ শাহরুখকে মেলাচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালার সাথেও।
দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির নির্দেশনায় জওয়ানে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা ও প্রিয়ামনি। আর বিশেষ ভূমিকায় আছেন দ্বীপিকা পাড়ুকোনও।
অ্যাকশন নির্ভর এই সিনেমায় নানা অবতারে হাজির হবেন শাহরুখ। ভালোর পাশাপাশি মন্দ চরিত্রেও এই সিনেমায় দেখা যাবে শাহরুখকে।
কেউ শাহরুখের টেকো মাথায় এঁকেছেন গেম খেলার ঘর। কেউ আবার তার ছবি জুড়ে দিয়ে সমালোচনা করেছেন দিল্লি মেট্রোর। কেউ বলছেন চুলওয়ালা শাহরুখ আর টেকো শাহরুখ খানের ছবি পাশাপাশি বসিয়ে এখন ‘টাক মাথায় চুল’ গজায় ধরনের বিজ্ঞাপনও দেখা যাবে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল