বাংলা চলচ্চিত্রে বেশ কিছু জনপ্রিয় চরিত্র আছে। এসব চরিত্রের মধ্যে প্রথম সারিতেই আছেন ব্যোমকেশ বক্সী। আজ পর্যন্ত পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী ও যীশু সেনগুপ্তসহ অনেক খ্যাতিমান অভিনেতাদের দেখা গেছে এই চরিত্রে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম।
তবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ফার্স্ট লুক প্রকাশের পরই দেবকে নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লেখেন, ‘ব্যোমকেশ’ চরিত্রে মানাবে না দেবকে। এ সমালোচনা শুধু সাধারণ মানুষে আটকে থাকেনি, খোদ টলিউডের অনেকেই এমন সুরে কথা বলেছেন।
অবশেষে ‘ব্যোমকেশ’ ইস্যুতে ফেসবুক লাইভে এসে সমালোচনাকারীদের জবাব দিলেন টলিউড সুপারস্টার।
তিনি বলেন, যখন প্রথম ঘোষণা করা হয় যে আমি ব্যোমকেশ করছি, তখন অনেকেই বলেছিল আমাকে মানাবে না। এতে আমার আপত্তি নেই। আমি নিজেও নিজেকে প্রশ্ন করি, আমি পারব কিনা? যারা আমার দিকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাদের কাছে নিজেকে প্রমাণ করার একটা জায়গা থেকেই যায়। তাই যারা আমাকে নিয়ে প্রশ্ন তোলেন তাদের আমার ভাল লাগে।
দেব উল্লেখ করেন যে, বক্সঅফিসের জন্য হয়তো অনেকরকম চরিত্রে অভিনয় করতে হয়, তবে আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জিং চরিত্র করতেই ভালবাসি। ব্যোমকেশ’র মতো একটা চরিত্র করতে গিয়ে পান থেকে চুল খসলেই যে চূড়ান্ত সমালোচনা অপেক্ষা করছে, সেটা আমি জানতাম। আমি আদতে সেইসব মানুষগুলোকে খুব ভালবাসি, যারা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।
উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ গল্প অবলম্বনে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবি নির্মাণ করছেন বিরসা দাশগুপ্ত। ছবিতে সত্যবতী চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, অজিত চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য।
বিডি প্রতিদিন/এমআই