ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান কতটা লড়াকু মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নিন্দুকদের উদ্দেশে তার বার্তা যেন আরও একবার তার লড়াকু মানসিকতার প্রমাণ দিল।
পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হিনা, অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। শুধুমাত্র সে কারণে নেটিজেনদের একাংশের বাঁকা কথা শুনতে হয়েছে হিনাকে। তবে তাকে নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে জবাব দিলেন তিনি।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,‘আমি সারাজীবন সীমান্তে ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ