প্রিয় সাংবাদিকগণ,
আমি প্রেম করিনি, বিয়ে করিনি, বাচ্চা নেই, শাশুড়ি হইনি, নানি হইনি। প্রেম করছি না, বিয়ে নিয়ে ভাবছি না, বর্তমানে আমি শুধুই আমার চলচ্চিত্র নিয়ে ভাবছি যে, কিভাবে দর্শকদের কিছু মানসম্পন্ন কাজ উপহার দেয়া যায়।
ভবিষ্যতে প্রেম করলে, বিয়ে করলে আপনাদের সবার আগে জানাবো। কারণ মিডিয়ার মানুষও মানুষ, তাই তাদেরও ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে।
জানাবো, এজন্যই বলছি, কারণ আপনারা পেশাদারি বিষয়ের পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলোও দর্শকদের জানাতে বেশ আগ্রহী।
গত কয়েকদিন ধরে আসলে এক এক করে এতো সাংবাদিক আমার চলচ্চিত্রের খবরের পাশাপাশি আমার এই ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে এতো এতো প্রশ্ন করছেন আর আমিও উত্তর দিতে দিতে ক্লান্ত। যার জন্য এগুলোর উপর একটা স্ট্যাটাস দিয়ে একবারে সবাইকে জানিয়ে দিচ্ছি।
তবে আপনাদের ধন্যবাদ যে আপনারা সঠিক তথ্য জানবার জন্য যোগাযোগ করছেন। আর অনেক সাংবাদিক তো আছে, কোন যোগাযোগ না করেই মসলাদার ভুয়া মিথ্যা নিউজ করছেন। তাদের কাছে হয়তো বা স্লোগান হচ্ছে "Negative publicity is the best publicity". না হলে এসব নিয়ে ভুয়া নিউজ করার পেছনে কোন একটা চক্র কাজ করছে। যারা আমার উপর হিংসার বশবর্তী হয়ে এসব করাচ্ছে।
যাই হোক সাংবাদিকদের বলব, ভাল কাজের একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনাদের ভূমিকা অপরিহার্য। তাই সে সুস্থ পরিবেশ নিশ্চিতে শিল্পীদের সহায়তা করতে চেষ্টা করুন। ধন্যবাদ।
সূত্র: লেখেকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        