ট্রাস্টের তহবিলের সমুদয় অর্থ ব্যক্তি নামে কাটা চেকের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। ক্যাশ মেমো, ভাউচার, চুক্তিনামা, ইনভয়েস ছাড়া ব্যক্তিনামে এতগুলো টাকা হস্তান্তর করার কি উদ্দেশ্য ছিল সেটা খুবই স্পষ্ট। আত্মসাৎ করা চেক বই, খালেদা জিয়ার স্বাক্ষর করা চেকসহ সকল প্রমাণ পাওয়া গেছে। ব্যাংকগুলোতেও সকল ডকুমেন্ট অক্ষত আছে।
তাছাড়া, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী যে টাকা দেশে এসেছে, সে টাকা রাষ্ট্রের। এ টাকা আত্মসাতের দায় আসামিদের নিতেই হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিরা সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম