অবশ্যই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক মান অর্জনের জন্য এবং আমাদের ফিল্মকে দেশে-বিদেশে চরম ব্যবসাসফল একইসাথে প্রশংসনীয় করার জন্য আন্তর্জাতিক মানের সিনেপ্লেক্সের বিকল্প নেই এটা ঠিক।
কিন্তু বিশাল পরিসরে একটা আন্তর্জাতিক মানের পূর্নাঙ্গ ফিল্ম ইন্সটিটিউট যেখান থেকে একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক এবং প্রোডিউসার আদর্শ পড়াশোনার মাধ্যমে প্রশিক্ষিত হয়ে চলচ্চিত্রের প্রতি নিজেদের দায়বদ্ধতা এবং ক্রিয়েটিভিটি অর্জন করবে! ঠিক এরকম একটি আন্তর্জাতিক মানের পূর্নাঙ্গ ফিল্ম ইন্সটিটিউট ছাড়া শুধু ২০০/৩০০টি সিনেপ্লেক্সের দাবি করা আর নিজেদের পায়ে নিজেরাই সুদূরপ্রসারী কুড়াল মারা একই কথা।
কারণ শুধু সুন্দর প্লেটে গরম ভাত আর মাছ-মাংস খেতে চাইবেন কিন্তু সুন্দর এই খাবার গুলো কোন যোগ্য রাঁধুনিরা রান্না করবে সেই রাঁধুনিদেরকে তৈরী করবেন না! তাহলে কি ভাল খাবার দাবার ভাল প্লেটে গায়েবি আওয়াজ দিয়ে আসতে থাকবে...?
আমার মাথায় কাজ করে না আমরা কীভাবে এত্ত হালকা চিন্তাভাবনা করে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি এবং আন্তর্জাতিকায়ন আশা করি... উফফ! আমরা আর কবে বুঝতে শিখবো...?
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা