২২ অক্টোবর, ২০১৯ ২০:৫৫

জনগণ যদি অভিমান করে আবার ফুটবলমুখী হয়ে যায়...

আশরাফুল আলম খোকন

জনগণ যদি অভিমান করে আবার ফুটবলমুখী হয়ে যায়...

আশরাফুল আলম খোকন

আমি এক সময় একটি টিভি চ্যানেলে কাজ করতাম। বেতন সুবিধা বৃদ্ধির জন্য সংবাদ বিভাগের কর্মীদের মধ্যে একটা আন্দোলন আন্দোলন ভাব ছিল ঐ সময়। বিপ্লবী- বিদ্রোহী টাইপের একজন সাংবাদিক দাবি বললেন, চলেন আমরা টিভি চ্যানেল এর নিউজ বন্ধ করে দেয়, তাহলে বেতন বাড়াতে বাধ্য হবে।

তখন সংবাদ বিভাগের প্রধান ছিলেন পিআইবি’র সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীর ভাই। তিনি আগাগোড়া সাংবাদিকদের দাবি নিয়ে কাজ করা ইউনিয়নের নেতা ছিলেন। নিউজ বন্ধ করে দেয়ার প্রস্তাব শুনে তিনি বললেন, “ভালো বেতন তোমাদের অধিকার, আর তথ্য-সংবাদ পাওয়া জনগণের অধিকার। জনগণের অধিকার জিম্মি করে নিজের অধিকার আদায় করা অপরাধ। এটা অপেশাদার আচরণ। সংবাদ প্রচার ও আন্দোলন পাশাপাশি চলবে।”

দাবি আদায়ের জন্য ক্রিকেট না খেলা কি কোন সমাধান? মনে করেন, জিদ করে ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিলো- তাদের মতো জিদ করে বিসিবিও কোন দাবি মানলো না তখন কি হবে? বেচারা জনগণ তখন যদি অভিমান করে আবার ফুটবলমুখী হয়ে যায় তখনতো আম ও ছালা দুইটাই যাবে।

শুধু ভালো কিংবা দামি খেলোয়াড় হলেই হয় না, দেশপ্রেম থাকাটা জরুরি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর