১৫ জানুয়ারি, ২০২০ ১২:৪৮

দেখবেন মুহূর্তেই চেনা পরিবেশ অচেনা হয়ে যাবে

ইফতেখায়রুল ইসলাম

দেখবেন মুহূর্তেই চেনা পরিবেশ অচেনা হয়ে যাবে

ইফতেখায়রুল ইসলাম

এই ধরেন, কোনো এক দুর্ঘটনায় আপনার দুটি পা হারিয়ে ফেললেন অথবা আপনি চলনশক্তি হারিয়ে বিছানায় পড়ে গেলেন! দেখবেন মুহূর্তেই চেনা পরিবেশ অচেনা হয়ে যাবে।

তাই পার্থিব জীবনে ক্ষমতার যে অহমিকা আমরা প্রদর্শন করি তা থেকে বের হয়ে সাধারণের জীবনযাপন করাই শ্রেয়তর!

এতে লাভ দুটি- আশেপাশের মানুষও ব্যথিত হয় না, আবার নিজের সন্তুষ্টিও বজায় থাকে।

আহা! আমরা বারবার ভুলে যাই, জীবন কেন এত ছোট...একদমই মনে থাকে না আমাদের... একেবারেই না!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর