সিস্টেমটা ভাইঙ্গা পড়তে দিয়েন না, ভাই ও বোনেরা।
আমাদের অবস্থা হইছে মাঝ দরিয়ায় ঝড়ে পড়া জাহাজের যাত্রীর মতো। আমরা জানি এইটা ওল্ড মডেলের জাহাজ, ইঞ্জিনে সমস্যা আছে, পর্যাপ্ত লাইফ জ্যাকেট নাই, নাবিকেরা কেউ কেউ খুবই অদক্ষ, প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা।
কিন্তু এখনই সময় একে অন্যকে সাহায্য করার, একে অন্যের ভুলের ড্যামেজ কনট্রোল করার, সবাই মিলে হালটা ধরার।
নইলে জাহাজ ডুবলে খারাপ নাবিক আর ভালো যাত্রী এক সলিলে ডুববো।সিস্টেমটা তাই ভাইঙ্গা পড়তে দিয়েন না। জোড়াতালি দিয়া হইলেও ঠেকা দেন।
হে কাপ্তান, হে যাত্রী সকল!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক