২৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৯

‘বেদের মেয়ে জোছনা’র মতো সিনেমা এখন বানালে কি দেখবেন?

সৈকত নাসির

‘বেদের মেয়ে জোছনা’র মতো সিনেমা এখন বানালে কি দেখবেন?

সৈকত নাসির

চলচ্চিত্র একেবারে এক প্রযুক্তিনির্ভর শিল্প। প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ভাষা, নির্মাণ কৌশল সব পাল্টে যায়। যেমনটা নির্বাক থেকে সবাক হয়েছিল চলচ্চিত্র, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার হয়েছিল, অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে।

প্রযুক্তির বদলের সঙ্গে প্রতিমুহূর্তে চলচ্চিত্রের অভিব্যক্তি বদলে যাচ্ছে। আমরা হয়তো মুক্ত অর্থনৈতিক বাজারে নিজেদের সেভাবে চেনাতে পারিনি, অথবা আমাদের চলচ্চিত্র সেভাবে চেনাবার সুযোগ দেয়া হচ্ছে না (রাজনীতি  ও কূটনৈতিক কারণে)। বাংলাদেশে একদল মানুষ আছে এখোনো আগের দিনের সিনেমার সাথে বর্তমান সময়ের সিনেমার তুলনা করে বেড়ান, তাদেরকে বলছি ‌‘বেদের মেয়ে জোছনা’র মতো সিনেমা এখন বানালে কি আপনারা দেখবেন?

মধ্যরাতে আলোচনায় অতি বেশি অতীত জায়গা করে নেয়। কারণ ভবিষ্যৎ দেখা বা আগামী দিনের আলোচনা করতে পারে শুধু স্বপ্নবাজরা।

 

লেখক : চলচ্চিত্র নির্মাতা

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর