নয়া পল্টন থেকে যে বাচ্চাটিকে পুলিশের ভ্যানে তুলে নেয়া হয়েছে, সবার আগে তাকে ছেড়ে দেয়া হোক। বাংলাদেশের পুলিশের যে চাইল্ড সেনসিটিভিটির ব্যাপারে কোনো প্রশিক্ষণ নেই, তার একটি বড় প্রমাণ হচ্ছে একটি শিশুকে প্রিজন ভ্যানে তুলে দেয়ার ঘটনা।
নয়া পল্টনে পুলিশের ভূমিকাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। ১০ ডিসেম্বরের জনসভার আগে এমনকি জনসভায়ও পুলিশের সহনশীল আচরণ দেখতে চাই আমরা। আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর সংযত আচরণ রাজনৈতিক উত্তাপকে নিয়ন্ত্রণে রাখে।
অনেকেই হয়তো বলবেন- বিএনপি তো একই কাজ করেছে। বিএনপি করেছে বলেই আওয়ামী লীগকে করতে হবে- আমি এই ধরনের যুক্তিকে প্রত্যাখ্যান করি। আমি মনে করি এই ধরনের আচরণ বন্ধ হওয়া দরকার এবং সেটি এখনি। বিএনপি এই ধরনের কাজ করেছে বলেই আওয়ামী লীগ এই ধরনের কাজ থেকে নিজেদের দূরে রাখবে।
আরেকটা কথা, পুলিশকে বলবো, জার্সি পরে অস্ত্র হাতে যারা ঘুরে বেড়িয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আপনাদের সক্ষমতার পরিচয় দিন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        