লিওনেল মেসি; ভালোবাসার এক নাম। একজন ফুটবল জাদুকর। একজন শিল্পী। একজন ছন্দের রাজপুত্র। একজন নায়ক। একজন মহানায়ক। এসব কিছুকে ছাপিয়ে মেসি এখন আবেগের এক নাম।
১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর ১৯৯০ ও ২০১৪ সালেও ফাইনাল খেলেছে। কিন্তু দুবারই হেরেছে জার্মানির কাছে। এবার ষষ্ঠবারের মতো ফাইনাল খেলছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। হুগো লরিস, কিলিয়ান এমবাপ্পে, অলিভার জিরুদের মতো ফুটবলার রয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ফ্রান্স। তারপরও ফুটবলপ্রেমীরা চাইছেন মেসি ক্যারিয়ার শেষ করুক লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি আকাশপান তুলে।
সবাই চাইছেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হউক। মেসি চ্যাম্পিয়ন হউক।
আবেগের জয় হউক। ভালোবাসার জয় হউক। ফুটবল জাদুকরের বিদায় হউক বিশ্বকাপ জিতে।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        