শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

আর একবার রাবিশ বলুন

আর একবার রাবিশ বলুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ করে বলেছেন, সিলেট গিয়ে অন্তত একবার রাবিশ বলে আসেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, আর কিছু না পারেন একবার সেখানে গিয়ে কাঁদেন। সুরঞ্জিত বলেন, বিগত সরকারের সময়ে ছাত্রলীগ সিলেটে এমসি কলেজ পোড়ায়। তখন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনই সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় শিক্ষামন্ত্রী কেঁদেছিলেন। রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযোদ্ধা জাদুঘরে গতকাল বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপির সভাপতিত্বে এতে বক্তব্য দেন হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজি প্রমুখ। সুরঞ্জিত বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে আবার নীতি ও আদর্শের পথে নিয়ে আসতে হবে। ছাত্রলীগকে রক্ষা করতে হবে। গুটি কয়েক কর্মী ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দিচ্ছে। প্রধানমন্ত্রী কষ্ট করে যা কিছু অর্জন করছেন তাও কয়েকজনের কারণে ম্লান হয়ে যাচ্ছে। সোনা চোরাচালানে বিমান কর্মকর্তাদের জড়িত থাকার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি করেন তিনি। সুরঞ্জিত আরও বলেন, বিমানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিমান চালানো বাদ দিয়ে এখন সোনা চোরাচালানের দায়িত্ব নিয়েছেন। এবার ছোট পদের রুই, মৃগেল ধরা পড়েছে। এর পিছনে আরও বড় রাঘব বোয়াল রয়েছে। এ জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হওয়া প্রয়োজন।-নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর