জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার যদি একগুঁয়েমি বা জেদ করে রামপাল প্রকল্প থেকে সরে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণের মাঝে ভারতবিরোধী মনোভাব বেড়ে উঠবে; যা দুই দেশের সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করবে। এ জন্য বাংলাদেশ-ভারত সরকারের প্রতি এ প্রকল্প বন্ধের আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল জেএসডি আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ, রামপাল থেকে কয়লা ভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির তত্পরতা বন্ধ করার দাবিতে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রব বলেন, রামপালের বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত, বাংলাদেশের মানুষের মাঝেই উদ্বেগ দেখা দিয়েছে এবং এ প্রকল্প বাতিলের দাবি উঠছে। ইউনেসকোসহ সারা বিশ্বের পরিবেশবাদীরাও এ প্রকল্প বন্ধ করার আবেদন জানিয়েছে। আমরা ভারত সরকারকেও অনুরোধ করব ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ট না করার জন্য এ প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিতে। জেনেশুনে জনগণকে ভারত বিরোধিতায় ইন্দন জোগানো কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। এ প্রকল্প বাতিল করে সরকার দ্রুত দেশের পক্ষে অবস্থান নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, দেশে গণতন্ত্র যত সম্প্রসারিত ও শক্তিশালী হবে— সন্ত্রাস ও জঙ্গিবাদ ততই নিশ্চিহ্ন হবে। এ জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
রামপাল দুই দেশের সম্পর্ক বিনষ্ট করবে
—আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর