জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার যদি একগুঁয়েমি বা জেদ করে রামপাল প্রকল্প থেকে সরে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণের মাঝে ভারতবিরোধী মনোভাব বেড়ে উঠবে; যা দুই দেশের সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করবে। এ জন্য বাংলাদেশ-ভারত সরকারের প্রতি এ প্রকল্প বন্ধের আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল জেএসডি আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ, রামপাল থেকে কয়লা ভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির তত্পরতা বন্ধ করার দাবিতে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রব বলেন, রামপালের বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত, বাংলাদেশের মানুষের মাঝেই উদ্বেগ দেখা দিয়েছে এবং এ প্রকল্প বাতিলের দাবি উঠছে। ইউনেসকোসহ সারা বিশ্বের পরিবেশবাদীরাও এ প্রকল্প বন্ধ করার আবেদন জানিয়েছে। আমরা ভারত সরকারকেও অনুরোধ করব ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ট না করার জন্য এ প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিতে। জেনেশুনে জনগণকে ভারত বিরোধিতায় ইন্দন জোগানো কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। এ প্রকল্প বাতিল করে সরকার দ্রুত দেশের পক্ষে অবস্থান নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, দেশে গণতন্ত্র যত সম্প্রসারিত ও শক্তিশালী হবে— সন্ত্রাস ও জঙ্গিবাদ ততই নিশ্চিহ্ন হবে। এ জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রামপাল দুই দেশের সম্পর্ক বিনষ্ট করবে
—আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর