জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার যদি একগুঁয়েমি বা জেদ করে রামপাল প্রকল্প থেকে সরে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণের মাঝে ভারতবিরোধী মনোভাব বেড়ে উঠবে; যা দুই দেশের সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করবে। এ জন্য বাংলাদেশ-ভারত সরকারের প্রতি এ প্রকল্প বন্ধের আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল জেএসডি আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান। জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ, রামপাল থেকে কয়লা ভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির তত্পরতা বন্ধ করার দাবিতে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রব বলেন, রামপালের বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত, বাংলাদেশের মানুষের মাঝেই উদ্বেগ দেখা দিয়েছে এবং এ প্রকল্প বাতিলের দাবি উঠছে। ইউনেসকোসহ সারা বিশ্বের পরিবেশবাদীরাও এ প্রকল্প বন্ধ করার আবেদন জানিয়েছে। আমরা ভারত সরকারকেও অনুরোধ করব ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ট না করার জন্য এ প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিতে। জেনেশুনে জনগণকে ভারত বিরোধিতায় ইন্দন জোগানো কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। এ প্রকল্প বাতিল করে সরকার দ্রুত দেশের পক্ষে অবস্থান নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, দেশে গণতন্ত্র যত সম্প্রসারিত ও শক্তিশালী হবে— সন্ত্রাস ও জঙ্গিবাদ ততই নিশ্চিহ্ন হবে। এ জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের