সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন-এর রিপোর্টই সত্যি হলো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন-এর রিপোর্টই সত্যি হলো

সমালোচকদের মুখে কালি দিয়ে বাংলাদেশ প্রতিদিন-এর রিপোর্টই সত্যি হলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। অন্যরা যা পরে বলে আমরা তা বলি আগে। ২২ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন-এর লিড নিউজ ছিল ‘শেখ হাসিনা সভানেত্রী কাদের সম্পাদক হচ্ছেন’। এরপর ঈর্ষাকাতর হয়ে কেউ কেউ মিডিয়া যাজক সেজে এর সমালোচনা করেন। বাংলাদেশ প্রতিদিন-এর সংবাদকর্মীরা এক মাস ধরে কাউন্সিল নিয়ে মাঠ থেকে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল। ‘টেবিলমেড সাংবাদিকতা’ যারা করেন বরাবরই বাংলাদেশ প্রতিদিন এর বাইরে ছিল। আমাদের সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম ও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ প্রতিদিন নিশ্চিত ছিল ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হচ্ছেন। এ ধরনের সংবাদ পরিবেশনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বলেন, ‘এটা আগাম চিন্তার প্রতিফলন। এ ধরনের সংবাদ হতে পারে। এক্ষেত্রে তথ্য হতে হবে নির্ভরযোগ্য। তবে যদি কোনো তথ্য পাওয়া যায় এবং সেটা প্রকাশে নিষেধাজ্ঞা থাকে তা প্রকাশ করা ঠিক নয়।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী জানান, ‘নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে যে কোনো আগাম প্রতিবেদন করা যায়। তবে কোনো তথ্যসূত্র ছাড়াই প্রতিবেদন প্রকাশ ঠিক নয়।’ ২২ অক্টোবর বাংলাদেশ প্রতিদিন-এর লিড নিউজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের প্রতিবেদন করা যেতে পারে।’

সর্বশেষ খবর