রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বস্তাভর্তি ইয়াবা উদ্ধার সিএনজি জব্দ

টেকনাফ প্রতিনিধি

বস্তাভর্তি ইয়াবা উদ্ধার সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও হাইওয়ে পুলিশ। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়। গতকাল ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে সাবরাং বিওপির একটি টহল দল মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে সাবরাং লাফার ঘোনা এলাকায় অবস্থান নেয়। এ সময় ইয়াবা পাচারকারীরা নাফ নদ দিয়ে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই ব্যাগ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া টেকনাফের হোয়াইক্যংয়ে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে। গতকাল হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক চন্দন সিনহা ও এএসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ হোয়াইক্যং নয়াপাড়া এলাকার প্রধান সড়কে একটি সন্দেহভাজন সিএনজিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানায়, সকালে অভিযানের সময় সন্দেহ হলে তারা একটি সিএনজির গতিরোধ করে। কিন্তু চালক সিএনজিটি রাস্তায় রেখে পালিয়ে যান। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই চন্দন সিনহা  জানান, এ ব্যাপারে সিএনজি চালককে পলাতক দেখিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর