শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিএনপি দুর্ঘটনা ঘটাতে পারে

--------ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি দুর্ঘটনা ঘটাতে পারে

আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হয়ে হতাশায় বেপরোয়া হয়ে পড়েছে বিএনপি। বেপরোয়া চালকের মতো বিএনপি বেপরোয়া দল হয়ে পড়েছে। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি আমি জানি না বিএনপি আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা  ঘটিয়ে ফেলে!’ গতকাল কাকরাইলে দক্ষিণ যুবলীগ আয়োজিত যুব জাগরণ লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘নতুন সিইসি আওয়ামী লীগের মুখপাত্র’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা কখন যে কী বলেন তারা নিজেরা ছাড়া কেউ জানেন না।’ সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারাই বলুন সিইসি কি আওয়ামী লীগের মুখপাত্র?’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজকে রাজনীতিতে অশিক্ষিত-অর্ধ শিক্ষিত লোক ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে নেতাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার হতে হবে। নেতাদের যোগ্যতা অর্জনে পড়াশোনা করতে হবে। দেশে অনেক বড় বড় নেতা রয়েছেন, তারা নিজেদের কর্মজীবন নিয়ে বই লেখেন না। এটা হতাশাজনক।’  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত। সভা পরিচালনা করেন যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। উদ্বোধনী বক্তব্য শেষে যুবলীগের নেতাদের সঙ্গে নিয়ে যুবলীগ জাগরণ লাইব্রেরি কেন্দ্র পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর