রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি হামলা

সাম্প্র্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, জঙ্গি দমনে পুলিশ সফলভাবে কাজ করছে। জাতীয় পর্যায়ে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের কাজ চলছে। ‘সন্ত্রাস জঙ্গিবাদ রুখব, আলোকিত মানুষ গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিলনমেলায় ডিএমপি প্রধান বলেন, বাংলাদেশকে সন্ত্রাসী ও অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য জঙ্গিরা চেষ্টা করছে। হলি আর্টিজান ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে। যে কোনো মূল্যে জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলব।

 

 

সর্বশেষ খবর