দুই ভাগে বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে অংশ নিতে পারে এমন আভাস দিয়েছেন একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আম্বিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাসদের মার্কা মশাল কারা পাবে সেটিও দেখার বিষয়। উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট করা আছে। নির্বাচনের আগে রিটের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। আর নিষ্পত্তি হলে তখন সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ দেশে যতদিন পর্যন্ত মৌলবাদের উত্থান এবং সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে, ততদিন আমরা মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। আগামী জাতীয় নির্বাচনেও এক হয়ে অংশ নেব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের এ ব্যাপারে মহাজোটকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আগামী নির্বাচনে বিএনপি সহায়ক সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করলে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিহত করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য বা নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আমরা মহাজোটগতভাবেও দেশ ও জনগণের স্বার্থে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। তিনি বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, জীবনবাজি রেখেছি। সেই মন-মানসিকতা থেকে এক চুলও সরে আসিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে এখনো প্রস্তুত। আম্বিয়া বলেন, দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম মতে, বর্তমান সরকারের অধীনেই সেই নির্বাচন হবে। এ সরকারই হতে পারে সহায়ক সরকার। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছে। আশা করি দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলকে আরও গতিশীল-শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে। দল এখন অনেক শক্তিশালী। জেলায় জেলায় সভা-সমাবেশ করা হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমরা মাঠে আছি, থাকব। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দুই জাসদ এক হতে পারে
বাদল নূর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর