দুই ভাগে বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে অংশ নিতে পারে এমন আভাস দিয়েছেন একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আম্বিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাসদের মার্কা মশাল কারা পাবে সেটিও দেখার বিষয়। উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট করা আছে। নির্বাচনের আগে রিটের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। আর নিষ্পত্তি হলে তখন সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ দেশে যতদিন পর্যন্ত মৌলবাদের উত্থান এবং সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে, ততদিন আমরা মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। আগামী জাতীয় নির্বাচনেও এক হয়ে অংশ নেব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের এ ব্যাপারে মহাজোটকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আগামী নির্বাচনে বিএনপি সহায়ক সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করলে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিহত করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য বা নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আমরা মহাজোটগতভাবেও দেশ ও জনগণের স্বার্থে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। তিনি বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, জীবনবাজি রেখেছি। সেই মন-মানসিকতা থেকে এক চুলও সরে আসিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে এখনো প্রস্তুত। আম্বিয়া বলেন, দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম মতে, বর্তমান সরকারের অধীনেই সেই নির্বাচন হবে। এ সরকারই হতে পারে সহায়ক সরকার। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছে। আশা করি দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলকে আরও গতিশীল-শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে। দল এখন অনেক শক্তিশালী। জেলায় জেলায় সভা-সমাবেশ করা হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমরা মাঠে আছি, থাকব। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা