দুই ভাগে বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে অংশ নিতে পারে এমন আভাস দিয়েছেন একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আম্বিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাসদের মার্কা মশাল কারা পাবে সেটিও দেখার বিষয়। উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট করা আছে। নির্বাচনের আগে রিটের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। আর নিষ্পত্তি হলে তখন সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ দেশে যতদিন পর্যন্ত মৌলবাদের উত্থান এবং সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে, ততদিন আমরা মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। আগামী জাতীয় নির্বাচনেও এক হয়ে অংশ নেব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের এ ব্যাপারে মহাজোটকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আগামী নির্বাচনে বিএনপি সহায়ক সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করলে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিহত করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য বা নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আমরা মহাজোটগতভাবেও দেশ ও জনগণের স্বার্থে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। তিনি বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, জীবনবাজি রেখেছি। সেই মন-মানসিকতা থেকে এক চুলও সরে আসিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে এখনো প্রস্তুত। আম্বিয়া বলেন, দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম মতে, বর্তমান সরকারের অধীনেই সেই নির্বাচন হবে। এ সরকারই হতে পারে সহায়ক সরকার। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছে। আশা করি দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলকে আরও গতিশীল-শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে। দল এখন অনেক শক্তিশালী। জেলায় জেলায় সভা-সমাবেশ করা হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমরা মাঠে আছি, থাকব। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
দুই জাসদ এক হতে পারে
বাদল নূর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর