দুই ভাগে বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে অংশ নিতে পারে এমন আভাস দিয়েছেন একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আম্বিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাসদের মার্কা মশাল কারা পাবে সেটিও দেখার বিষয়। উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট করা আছে। নির্বাচনের আগে রিটের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। আর নিষ্পত্তি হলে তখন সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ দেশে যতদিন পর্যন্ত মৌলবাদের উত্থান এবং সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে, ততদিন আমরা মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। আগামী জাতীয় নির্বাচনেও এক হয়ে অংশ নেব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের এ ব্যাপারে মহাজোটকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আগামী নির্বাচনে বিএনপি সহায়ক সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করলে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিহত করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য বা নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আমরা মহাজোটগতভাবেও দেশ ও জনগণের স্বার্থে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। তিনি বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, জীবনবাজি রেখেছি। সেই মন-মানসিকতা থেকে এক চুলও সরে আসিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে এখনো প্রস্তুত। আম্বিয়া বলেন, দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম মতে, বর্তমান সরকারের অধীনেই সেই নির্বাচন হবে। এ সরকারই হতে পারে সহায়ক সরকার। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছে। আশা করি দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলকে আরও গতিশীল-শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে। দল এখন অনেক শক্তিশালী। জেলায় জেলায় সভা-সমাবেশ করা হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমরা মাঠে আছি, থাকব। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন