দুই ভাগে বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে অংশ নিতে পারে এমন আভাস দিয়েছেন একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আম্বিয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাসদের মার্কা মশাল কারা পাবে সেটিও দেখার বিষয়। উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট করা আছে। নির্বাচনের আগে রিটের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না। আর নিষ্পত্তি হলে তখন সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে শরীফ নূরুল আম্বিয়া বলেন, এ দেশে যতদিন পর্যন্ত মৌলবাদের উত্থান এবং সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে, ততদিন আমরা মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। আগামী জাতীয় নির্বাচনেও এক হয়ে অংশ নেব। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের এ ব্যাপারে মহাজোটকে সহায়তা করা প্রয়োজন বলে আমি মনে করি। আগামী নির্বাচনে বিএনপি সহায়ক সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলন করলে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রতিহত করবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য বা নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর আমরা মহাজোটগতভাবেও দেশ ও জনগণের স্বার্থে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। তিনি বলেন, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, জীবনবাজি রেখেছি। সেই মন-মানসিকতা থেকে এক চুলও সরে আসিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে এখনো প্রস্তুত। আম্বিয়া বলেন, দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ম মতে, বর্তমান সরকারের অধীনেই সেই নির্বাচন হবে। এ সরকারই হতে পারে সহায়ক সরকার। তবে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকেই কাজ করে যাচ্ছে। আশা করি দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দলকে আরও গতিশীল-শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে। দল এখন অনেক শক্তিশালী। জেলায় জেলায় সভা-সমাবেশ করা হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমরা মাঠে আছি, থাকব। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার