শিরোনাম
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি সরলেও ভোট সরবে না

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরলেও ভোট সরবে না

নির্বাচন কমিশন সরকারের ‘নীলনকশা’ বাস্তবায়ন করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা নির্বাচন বানচালের নীলনকশা লন্ডন থেকে করছে। আমাদের কোনো নীলনকশা নেই। আমাদের নীলনকশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের।’ তিনি বলেন, বিএনপি ভোট থেকে সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে কি না এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনো মিডিয়াতে এ ধরনের সংশয় নিয়ে খবর প্রকাশিত হয়নি। ইনশা আল্লাহ নির্বাচন হবে। তারা সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলেও জানান কাদের। সরকার ‘রাক্ষসের মতো’ মানুষ ‘খেয়ে ফেলছে’ এবং ১০ ডিসেম্বর থেকে জনগণ রাস্তায় নামবে বলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কী ভূমিকা পালন করছে তা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর