খুলনা, নরসিংদী, গাজীপুর এবং রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গতকাল ১১ জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে রয়েছে খুলনায় ৫ জন, নরসিংদীতে ২ জন, গাজীপুরে ৩ জন এবং বাড্ডায় ১ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-খুলনা : খুলনার লবণচোরা থানা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে হরিণটানা গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রূপসা সেতু (খানজাহান আলী সেতু) থেকে জিরো পয়েন্টের দিকে হরিণটানা গেটের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা পাঁচজন মারা গেছেন। নরসিংদী : নরসিংদীর মাধবদী পৌলানপুরে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় দুই হোন্ডা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হোন্ডাচালকও। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মাধবী থানার পৌলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেনের পুত্র রাব্বি (২৮), মাধবদী টাটাপাড়া মহল্লার মাহফুজুর রহমানের পুত্র রকসি (২৫)। আহত হয়েছেন নরসিংদী কাউরিয়াপাড়া মহল্লার মৃত বাছেদ কমিশনারের পুত্র নওশাদ মাহমুদ। গাজীপুর : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ?নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মিয়া (২০), একই এলাকার মোতাহার আলীর ছেলে মো. মাহফুজ আহমেদ (২১) ও সামছুল ইসলামের ছেলে মো. রাজা বাবু (২৩)। নিহতরা সবাই কালিয়াকৈরের মৌচাক এলাকার অধ্যাপক শাহজাহান আলী কলেজের শিক্ষার্থী ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জনি ও মাহফুজ নামে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত রাজা মিয়াকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা : এদিকে রাজধানীর বাড্ডায় সড়ক ? দুর্ঘটনায় জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বেপরোয়া একটি ট্রাকের চাপায় পিষ্ট হওয়ায় তার দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল রাত ১১টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বাস করতেন।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর