খুলনা, নরসিংদী, গাজীপুর এবং রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গতকাল ১১ জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে রয়েছে খুলনায় ৫ জন, নরসিংদীতে ২ জন, গাজীপুরে ৩ জন এবং বাড্ডায় ১ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-খুলনা : খুলনার লবণচোরা থানা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে হরিণটানা গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রূপসা সেতু (খানজাহান আলী সেতু) থেকে জিরো পয়েন্টের দিকে হরিণটানা গেটের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা পাঁচজন মারা গেছেন। নরসিংদী : নরসিংদীর মাধবদী পৌলানপুরে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় দুই হোন্ডা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হোন্ডাচালকও। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মাধবী থানার পৌলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেনের পুত্র রাব্বি (২৮), মাধবদী টাটাপাড়া মহল্লার মাহফুজুর রহমানের পুত্র রকসি (২৫)। আহত হয়েছেন নরসিংদী কাউরিয়াপাড়া মহল্লার মৃত বাছেদ কমিশনারের পুত্র নওশাদ মাহমুদ। গাজীপুর : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ?নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মিয়া (২০), একই এলাকার মোতাহার আলীর ছেলে মো. মাহফুজ আহমেদ (২১) ও সামছুল ইসলামের ছেলে মো. রাজা বাবু (২৩)। নিহতরা সবাই কালিয়াকৈরের মৌচাক এলাকার অধ্যাপক শাহজাহান আলী কলেজের শিক্ষার্থী ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলী থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জনি ও মাহফুজ নামে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত রাজা মিয়াকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা : এদিকে রাজধানীর বাড্ডায় সড়ক ? দুর্ঘটনায় জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বেপরোয়া একটি ট্রাকের চাপায় পিষ্ট হওয়ায় তার দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল রাত ১১টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বাস করতেন।
শিরোনাম
- জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
- মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক ৭
- কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়ের রেকর্ড
- কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির ঢামেকে মৃত্যু
- ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের
- সাত দিন পেছাল অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
- ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা
- রাজধানীতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই
- আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
- ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না
- কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর)
- প্যালেসের কাছে হেরে লিগ কাপ থেকে লিভারপুলের বিদায়
- ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
- পেন্টাগনকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
- ‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
সড়কে ঝরল ১১ প্রাণ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াচ্ছে বসুন্ধরা শুভসংঘ স্কুল
১০ সেকেন্ড আগে | বসুন্ধরা শুভসংঘ
নির্বাচনে ইসির দিকনির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে : চাঁপাইনবাবগঞ্জের ডিসি
৪২ মিনিট আগে | দেশগ্রাম