মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাঁচ স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ১০ তলা ভবনে আগুন লেগেছে। গত রবিবার বিকাল ৫টার দিকে সিটি পার্ক ভবনে এ আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানান, বিকাল ৫টা ৫ মিনিটে খবর পেয়ে প্রথমে মিরপুর ফায়ার স্টেশন এবং পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ১৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনটিতে মার্কেট ও গার্মেন্ট কারখানা রয়েছে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আসলাম জানান, ১০ তলা ভবনটির ছয় ও সাত তলার এক পাশে আগুন লাগে। সেখানে গার্মেন্ট কারখানার মালামাল থাকলেও পয়লা বৈশাখের ছুটির কারণে কোনো লোকজন ছিল না।  মগবাজারে গ্যারেজে আগুন : গতকাল বিকাল ৩টার দিকে মগবাজার কাজী অফিস গলির ১১৪ নম্বর বাড়ির গ্যারেজের একটি গাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে র কারণ জানা যায়নি। এর আগে দুপুর আড়াইটার দিকে বকশীবাজারের চানাচুর গলিতে গ্যাসলাইনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নাজমা আক্তার। গাজীপুরে আগুন :কোনাবাড়ীতে পৃথক অগ্নিকান্ডে  ১৫টি ঝুটের গোডাউন ও একটি স্পিনিং মিলের মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, রবিবার রাত ১১টার দিকে সিটি করপোরেশনের জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের গোডাউনে আগুন লাগে। জয়দেবপুর, ইপিজেড, কাশিমপুর ডিবিএল, টঙ্গী ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুতার মেশিন ও মজুদ কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তার আগে রাত ৯টার দিকে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুনে গুদামের সব ঝুট ও মালামাল পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর