ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর চেষ্টাকারী মিজানুর রহমানের বাসায় গিয়ে ওয়াসার লোকেরা তাকে হুমকি দিয়েছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় জুরাইনে তার বাসায় ঢুকে তারা হুমকি দেন। এদিকে ওয়াসার পানিতে ময়লা-আবর্জনার অভিযোগ ওঠায় ১৮ এপ্রিল আদালতের দেওয়া নির্দেশে ঘটনা তদন্তে ১৯ এপ্রিল পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কমিটিকে ৫ মের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুরে কয়েক ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই আমার বাসায় ঢুকে পড়েন। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথা বললে তারা আমার সঙ্গে ক্রুদ্ধ ভাষায় যা-তা বলেন। আমি ফোন কেটে দ্রুত বাসায় যাই। সেখানে কী হয়েছে স্ত্রীকে জিজ্ঞাসা করি। তিনি জানান, ওয়াসার লোকজন হঠাৎ করে বাসায় ঢুকে হামলা-মামলার হুমকি দেন। মিজানুর বলেন, তারা আমাকে মামলা-হামলার ভয়ভীতি দেখিয়েছেন। আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তারা দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। তিনি বলেন, তারা অন্তত পাঁচ-ছয় জন আমার বাসায় এসেছিলেন, সবাই ওয়াসার লোক, আমি তাদের সবাইকে চিনি। এদিকে ওয়াসার এমডিকে শরবত খাওয়ানোর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া মনিরুল ইসলাম ফরাজী গতকাল পত্রিকা অফিসে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছেন, ওয়াসার কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে পাঁচটি ফোন নম্বর থেকে তাকে একাধিকবার ফোন করা হয়েছে। তারা সবাই বার বার তার বাসার ঠিকানা জানতে চেয়েছেন। ফরাজী বলেন, মিজান ভাইয়ের মতো আমাকেও বিভিন্নভাবে হয়রানি করা হতে পারে। যেসব নম্বর থেকে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে সেগুলো হলো ০১৮১৯২২৯৪২০, ০১৭৭১৪২৯১৯৪, ০১৫৩১২১৪২০০। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীবাসী ‘১০০% সুপেয় পানি’ পাচ্ছে বলে ওয়াসার এমডি যে বক্তব্য দিয়েছেন একজন সচেতন নাগরিক হিসেবে আমি তা গ্রহণ করতে পারিনি। তার বক্তব্য আমিসহ পুরো রাজধানীবাসী প্রত্যাখ্যান করেছে। তার বক্তব্য এবং বাস্তবতায় মিল না থাকার কারণেই মূলত ওয়াসার পানি দিয়ে আমরা তাকে শরবত পান করানোর মতো একটি ভিন্ন ধরনের প্রতিবাদ করেছিলাম। প্রসঙ্গত, ঢাকা ওয়াসার পানি ‘শতভাগ বিশুদ্ধ’ দাবি করে দেওয়া এমডি তাকসিম এ খানের বক্তব্যের প্রতিবাদে জুরাইন এলাকার ওয়াসার পানি দিয়ে শরবত পান করাতে গত মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন মিজানুর রহমান। তখন এমডি অফিসে ছিলেন না।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
অভিনব প্রতিবাদকারী মিজানকে হুমকি
ওয়াসার পানি পরীক্ষায় কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর