ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকুক এটাই সরকারি দলের প্রত্যাশা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঐক্যফ্রন্টে সমন্বয় নেই, ঐক্য নেই। আমরা সেটা চাই না। সংসদের ভিতরে এবং বাইরে শুধু দায়িত্বশীল নয়, শক্তিশালী বিরোধী দল আমরা চাই। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটাই প্রত্যাশা করেন। মামলায় সাজাভোগকারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্বেগ প্রকাশ করায় আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক কোনো চাপ আমরা অনুভব করছি না। তিনি বলেন, বিএনপি তার (বেগম জিয়ার) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু তার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের পক্ষে থেকে উদ্বেগের কোনো খবর আমরা পাইনি। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি দেখবেন চিকিৎসকরা। সেখানে মেডিকেল বোর্ড আছে। এটা তাদের দায়িত্ব। এখন বেগম জিয়ার স্বাস্থ্য উদ্বেগের পর্যায়ে আছে এমন খবর আমাদের জানা নেই। চিকিৎসক ও মেডিকেল বোর্ডও এমন কোনো তথ্য দিতে পারেনি। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকম লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগের মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, যুব মহিলা লীগের নাজমা আকতার, অপু উকিল প্রমুখ। আওয়ামী লীগ নেতারা প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, যারে দেখতে নারি, তার চলন বাঁকা। শেখ হাসিনার ভালো কাজ তারা দেখতে পায় না, উন্নয়ন তাদের চোখে পড়ে না। কারণ হচ্ছে তারা ধরে নিয়েছে তাদের রাজনীতি হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। বাস্তব অবস্থার কোনো বিচার বিশ্লেষণ তারা করছে না। আসলে উন্নয়ন দেখার জন্য তাদের এখন পাওয়ারের চশমা দরকার। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, এবার জাঁকজমকপূর্ণভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ জন্য মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল