ঈদের ছুটি শেষে দুর্ভোগ-ভোগান্তি মাথায় নিয়ে বাড়তি ভাড়া গুনে তবেই রাজধানীতে ফিরেছেন মানুষ। বেড়েছে ফেরিঘাট, সড়ক-মহাসড়কে যানবাহনের চাপ। তবে, কোথাও বড় রকমের যানজটের খবর এখনো মেলেনি। বরাবরের মতো ট্রেনের শিডিউল বিপর্যয়ের ফাঁদে আটকে পড়েন যাত্রীরা। বিভাগীয় ও জেলা শহর থেকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ের অনেক পরে ছাড়ার অভিযোগ মিলেছে। গতকাল ভোর থেকেই ছিল কমলাপুর ট্রেন স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরত মানুষের ভিড়। ট্রেনের ছাদে ছাদে ছিল ঢাকা ফেরত যাত্রীদের ভিড়, বগিও কানায় কানায় ভরা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল বলেন, অনেক ট্রেন বিলম্বে কমলাপুর স্টেশনে আসছে। বিলম্বে আসা ট্রেনগুলো বিলম্বেই ছাড়তে হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। ঈদের আগে ও পরে ট্রেন বিলম্বে চলাচল করাটা স্বাভাবিক। তবে কমলাপুর ঘুরে দেখা যায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে চলা প্রতিটি ট্রেনই বিলম্বে চলাচল করেছে। ৬ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ট্রেন পৌঁছানোর ঘটনাও ঘটেছে। ঢাকায় ফেরত মানুষের স্রোত দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। তবে বেশিরভাগ লঞ্চের যাত্রীই কালোবাজারির মাধ্যমে লঞ্চের কেবিনসহ সাধারণ সিটের ভাড়া ও অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ করেছেন। এদিকে ঈদের আগে ট্রেনে যে শিডিউল বিপর্যয় শুরু হয়, সেই বিপর্যয় এখনো অব্যাহত থাকায় যাত্রীরা ক্ষুব্ধ হয়েছেন। খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটসহ উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো ট্রেনই সময়মতো আসেনি। তিন থেকে ১০ ঘণ্টা দেরিতে পৌঁছা ট্রেনগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। গত কয়েক দিনের তুলনায় রোববার ঢাকার রাস্তাঘাটে যানবাহন ও মানুষজনের ভিড় জমে ওঠে। সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাস-মিনিবাস, সিএনজি-প্রাইভেটের ছোট ছোট জটলা দেখা গেছে। ঈদকে ঘিরে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় যে ফাঁকা ফাঁকা পরিবেশ ছিল গতকাল তা ব্যস্ত নগরীতে পরিণত হয়। শনিবার থেকে বেসরকারি অফিস শুরু হলেও, মূলত গতকাল থেকেই পুরোদমে কর্মব্যস্ত হয়ে পড়েছে ঢাকা। গত কয়েক দিনের চেয়ে ঢাকার প্রধান সড়কে যানবাহন ও মানুষের ভিড় অনেক বেড়েছে। এ ছাড়া রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও রাজধানীমুখী মানুষের সংখ্যা অন্য দিনের তুলনায় গতকাল ছিল চোখে পড়ার মতো। গতকাল সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন অসংখ্য মানুষ। তবে, ঈদের আগে যেমন ঢাকা ছাড়ার তাড়া থাকে, এর বিপরীতে অনেকটা ধীরে-সুস্থেই ফিরতে দেখা গেছে সবাইকে। বাস টার্মিনালগুলোতে ছিল অভিন্ন চিত্র।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
ঢাকায় ফিরতেও দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর