একবার নয়, চার চারবার জীবন পেয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। রবীচন্দন অশ্বিনের বলে স্লিপে একাই তিনবার ক্যাচ ছেড়েছেন আজিঙ্কা রাহানে। ক্যাচ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ে নতুন জীবন পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু কাজে লাগাতে পারেননি। খেলতে পারেননি লম্বা ইনিংস। যার প্রভাবে ল-ভ- হয়েছে দল। সাত স্পেশালিষ্ট ব্যাটসম্যান নিয়েও গুটিয়ে গেছে মাত্র ১৫০ রানে। সাদা পোশাকে লাল বলের পরীক্ষায় অকৃতকার্য ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৫৮.৩ ওভার। জবাবে ভারত ইনফর্ম রোহিত শর্মার উইকেট হারিয়ে দিন পার করেছে ৮৬ রান তুলে। আজ দ্বিতীয় দিন পয়মন্ত ইন্দোরে খেলতে নামবে হাতে ৯ উইকেট নিয়ে ৬৪ রানে পিছিয়ে। বোলার শাসিত প্রথম দিনে ইন্দোরে উইকেটের পতন হয়েছে ১১টি। টি-২০ সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সমীহ আদায় করে নেন পরাক্রমশালী ভারতের। রঙিন পোশাকের মাহমুুদুল্লাহরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো করবে, এমনটাই স্পষ্ট ছিল সাদা চোখে। নিষেধাজ্ঞার জন্য নেই সাকিব। পরিবারকে সময় দিতে আসেননি তামিম। দুই সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে এমনিতেই হ্রাস পেয়েছে দলের শক্তি। তার উপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা ৫ ম্যাচ জয়ী ভারতের বিপক্ষে খেলতে নামে টি-২০ সিরিজের আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু হোলকার স্টেডিয়ামের সকালের কুয়াশায় শামী, ঈশান্ত, উমেশের গতি, সুইং, রিভার্স সুইং ও বাউন্সের বিপক্ষে অসহায় ছিলেন মুমিনুল বাহিনী। দুর্ভাগ্য সঙ্গী ছিল স্পিনার অশ্বিনের। স্বাগতিক বোলারদের দুর্বিষহ বোলিংয়ের বিপক্ষে সাবলীল ছিলেন না কোনো টাইগার ব্যাটসম্যান। নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশারের পথ ধরে ১১ নম্বর অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মুমিনুল হকের। সাবলীল ব্যাটিং করে ৩৭ রান করে বলের লাইন না বুঝে বোল্ড হন অশ্বিনের আর্মারে। দুবার স্লিপে জীবন পেয়ে ৪৩ রান করেন সাবেক অধিনায়ক মুশফিক। মুমিনুল ও মুশফিক চতুর্থ জুটিতে ৯৮ রান যোগ করে ম্যাচে ফিরিয়েছেন দলকে। কিন্তু দুজনের বিদায়ের পর বাংলাদেশ শেষ ৬ উইকেট হারায় মাত্র ৩৫ রানে! সবুজ ঘাসের উইকেটে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের অনভিজ্ঞ বোলিং বিভাগকে সামলাতে খুব বেগ পেতে হয়নি ভারতের। দুই পেসার আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন একত্রে টেস্ট খেলেছেন ১০টি। জায়েদ রাহী ইনিংসের অষ্টম ওভারে ইনফর্ম রোহিতকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা অবিচ্ছিন্ন থাকেন ৭২ রান যোগ করে। আগারওয়াল ব্যাট করছেন ৩৭ ও পুজারা করছেন ৪৩ রানে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার