শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের বিচার শুরু

আদালত প্রতিবেদক

অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদের বিচার শুরু

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। পাশাপাশি ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের শুনানিতে আসামি সাহেদ করিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে মামলার অভিযোগ পড়ে শোনানো হয়। তখন সাহেদ করিম নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে বিচার চেয়েছেন। এ অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলাসূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাহেদ করিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

চার্জশিটে বলা হয়, অস্ত্রটি আসামি সাহেদের কেনা। তবে সেটি অবৈধ। অস্ত্রটি কেনার পর কোথাও ব্যবহার করা হয়নি। এজন্য ব্যালাস্টিক পরীক্ষায় কোনো হাতের ছাপ আসেনি। মামলার তদন্তকালে প্রমাণিত হয়েছে, সাহেদ অবৈধভাবে অস্ত্র ও গুলি তার নিজ দখলে রেখেছেন। এর আগে গোয়েন্দা পুলিশের রিমান্ড চলাকালে সাহেদকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি আলাদা দুটি মামলা করে। এর আগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড চলাকালে সাহেদ করিমকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর