ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বা টিকা আসুক আর না আসুক, আমাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সারা দেশকেই এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। একুশে পদকপ্রাপ্ত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এটা আরও বাড়াতে হবে। ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যকর করতে হবে। দেশে করোনার সংক্রমণ একটু একটু বাড়ছে বলে উল্লেখ করে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, শীতকে কেন্দ্র করে করোনার সংক্রমণ বাড়তে পারে। তা কিছুটা আন্দাজও করা যাচ্ছে। কিন্তু আমাদের বড় একটি জনগোষ্ঠীই এখনো ঠিকমতো স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরে না। হাত ধোয়ার চর্চা নেই। শারীরিক দূরত্ব মানছে না। তিনি বলেন, মানুষের ভীতি-আতঙ্ক কেটে গেছে। রাস্তাঘাটে চললে তো মনেই হয় না দেশে করোনা আছে। কাঁধের ওপর কাঁধ দিয়ে সবাই চলাফেরা করছে। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, অফিস-আদালত, হাট-বাজার, রাস্তাঘাট, বিভিন্ন যাত্রীবাহী পরিবহন, শপিং মল এমনকি হাসপাতালগুলোর বহির্বিভাগেও একই অবস্থা। কেউ কোনো দূরত্ব মানতে চায় না। বিশেষ করে ঢাকাতেই যে অবস্থা আর ঢাকার বাইরের তো কোনো খবরই নেই। মাস্ক পরে না, জানে না, বোঝে না। সেখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে, ‘করোনা বলে কিছু নেই’। সর্বত্র গা-ছাড়া ভাব। বাস, ট্রেন, লঞ্চ সবই তো আগের মতো চলছে। এসব কারণেই সংক্রমণঝুঁকি বেড়েছে। তিনি বলেন, কেবল আইন দিয়ে হবে না, মানুষকে সচেতন করে তুলতে হবে। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন দেরি না করে যত দ্রুত সম্ভব আইন প্রয়োগসহ প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নিতে হবে। জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনে সর্বস্তরের মানুষকে কাজে লাগাতে হবে। এমপি-মন্ত্রীসহ সব জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, ইমাম, তারকাকে জনগণকে সচেতন করার কাজ করতে হবে। একই সঙ্গে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায়ও সরকারকে প্রচার চালাতে হবে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার