ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বা টিকা আসুক আর না আসুক, আমাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সারা দেশকেই এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। একুশে পদকপ্রাপ্ত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এটা আরও বাড়াতে হবে। ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যকর করতে হবে। দেশে করোনার সংক্রমণ একটু একটু বাড়ছে বলে উল্লেখ করে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, শীতকে কেন্দ্র করে করোনার সংক্রমণ বাড়তে পারে। তা কিছুটা আন্দাজও করা যাচ্ছে। কিন্তু আমাদের বড় একটি জনগোষ্ঠীই এখনো ঠিকমতো স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরে না। হাত ধোয়ার চর্চা নেই। শারীরিক দূরত্ব মানছে না। তিনি বলেন, মানুষের ভীতি-আতঙ্ক কেটে গেছে। রাস্তাঘাটে চললে তো মনেই হয় না দেশে করোনা আছে। কাঁধের ওপর কাঁধ দিয়ে সবাই চলাফেরা করছে। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, অফিস-আদালত, হাট-বাজার, রাস্তাঘাট, বিভিন্ন যাত্রীবাহী পরিবহন, শপিং মল এমনকি হাসপাতালগুলোর বহির্বিভাগেও একই অবস্থা। কেউ কোনো দূরত্ব মানতে চায় না। বিশেষ করে ঢাকাতেই যে অবস্থা আর ঢাকার বাইরের তো কোনো খবরই নেই। মাস্ক পরে না, জানে না, বোঝে না। সেখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে, ‘করোনা বলে কিছু নেই’। সর্বত্র গা-ছাড়া ভাব। বাস, ট্রেন, লঞ্চ সবই তো আগের মতো চলছে। এসব কারণেই সংক্রমণঝুঁকি বেড়েছে। তিনি বলেন, কেবল আইন দিয়ে হবে না, মানুষকে সচেতন করে তুলতে হবে। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন দেরি না করে যত দ্রুত সম্ভব আইন প্রয়োগসহ প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নিতে হবে। জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনে সর্বস্তরের মানুষকে কাজে লাগাতে হবে। এমপি-মন্ত্রীসহ সব জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, ইমাম, তারকাকে জনগণকে সচেতন করার কাজ করতে হবে। একই সঙ্গে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায়ও সরকারকে প্রচার চালাতে হবে।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
টিকা আসুক না আসুক মাস্ক পরতেই হবে
-অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর