মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভারতে তৈরি টিকা নিলেন মোদি

কলকাতা প্রতিনিধি

ভারতে তৈরি টিকা নিলেন মোদি

কভিড-১৯ ভ্যাকসিনের টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। এ কো-ভ্যাকসিন তৈরি করেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’। প্রধানমন্ত্রীকে করোনার প্রতিষেধক দেন পুডুচেরির নার্স পি. নিভেদা। টিকা নেওয়ার পর টুইট করে নরেন্দ্র মোদি জানান, ‘করোনার প্রথম দফার ডোজ নিলাম। কভিড-১৯-এর বিরুদ্ধে যেভাবে চিকিৎসক বিজ্ঞানীরা সবাই মিলে কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমি আবেদন জানাচ্ছি, যারা টিকা নেওয়ার যোগ্য তারা এটা নিয়ে নিন। চলুন সবাই মিলে একসঙ্গে কভিডমুক্ত ভারত গড়ে তুলি।’ করোনা মোকাবিলয় এদিন শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। স্বাস্থ্য দফতরসূত্র জানান, এ পর্যায়ের ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরও দেওয়া হবে ভ্যাকসিন। ১৬ জানুযারি ভারতে প্রথম করোনার টিকাকারণ শুরু হয়। প্রথম দফায় কেবল দেশের সামনের সারির কভিড যোদ্ধাদের টিকা দেওয়া হয়। সে টিকাকরণের কাজ প্রায় শেষের মুখে। দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে পুলিশকর্মীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর