বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ার বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। বোমাতঙ্ক নিয়ে বিমানটি গতকাল রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

এদিকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানে বোমা থাকার খবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিমানটি অবতরণের পর সেখানে তল্লাশি শুরু করা হয় বলে জানিয়েছেন ঢাকার শীর্ষ পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তারা। ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল রাত সোয়া ১১টার দিকে বলেন, মালয়েশিয়ার একটি বিমানের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, এমএইচ-১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছে। রাত ১০টার দিকে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই বিমানের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিমানটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিস্ক্রীয়কারী দলের সদস্যরা ভিতরে তল্লাশি শুরু করেন। বিমানবন্দরের যতগুলো এজেন্সি রয়েছে সবগুলো এজেন্সি একযোগে কাজ করছে। রাত ১১টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি চলছিল।

সর্বশেষ খবর