শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নারায়ণগঞ্জে গার্মেন্টে ভয়াবহ আগুন, ক্ষতি কয়েক কোটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে গার্মেন্টে ভয়াবহ আগুন, ক্ষতি কয়েক কোটি

নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় গতকাল ভয়াবহ আগুন লাগে -বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় জাহিন নিটওয়্যারস নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছুটির দিন হওয়ায় প্রতিষ্ঠানটির মূল অংশ ছিল বন্ধ। ফলে কারখানায় খুব অল্প সংখ্যক শ্রমিক ছিলেন। প্রতিষ্ঠানের সুইং বিভাগের শ্রমিক হাবিব জানান, বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগে। প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা প্রথমে বের হয়ে ২ নম্বর ইউনিটের সামনে ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকেন। এ প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু শুক্রবার হওয়ায় বেশির ভাগ ইউনিট বন্ধ ছিল। তবে প্রতিটি ইউনিটে কিছু শ্রমিক তৈরি পোশাক প্যাকেট করে শিপমেন্টের  জন্য ৬ নম্বর ইউনিটে সরানোর কাজ করছিলেন। প্রতিষ্ঠানের আশপাশে বেশ কিছু শ্রমিক বসবাস করেন। দূর থেকে ধোঁয়া দেখে তারা আগুন নেভাতে আসেন। প্রচুর ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা কারখানার ২ নম্বর ইউনিটের দোতলা শেডের আগুন নেভানোর চেষ্টা করেন। প্রথমে শ্রমিকরা সেখানে ঢুকে জানালার কাচ ভেঙে দেন যাতে ধোঁয়া বের হতে পারে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে তারা নেমে এসে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানো শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বিকাল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই। বেলা পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নেভানোর কাজ করতে থাকে। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত চারটি ভবনে তল্লাশি চালানো হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। জাহিন নিটওয়্যারের মালিক এম জামাল উদ্দিন বলেন, ‘শুক্রবার বিকালে প্রতিষ্ঠানের নিচতলায় থাকা ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে আমি জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানে আসি। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, সে সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর