রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ঢাকা সফরকালে কয়েকজন মন্ত্রী ও সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা ভ্যালস নয়েস। সফর শেষে আগামী ৭ ডিসেম্বর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিছুসংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী। প্রথম পর্যায়ে দেশটি বাংলাদেশ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা নেবে। এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। জুলিয়েটা ভ্যালস নয়েস সফরকালে বিষয়টি আলোচনায় উঠবে বলে আশা করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে নয়েসের। একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন জুলিয়েটা ভ্যালস নয়েস ।

সর্বশেষ খবর