শিরোনাম
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সাগরেই থামছে রোহিঙ্গাদের স্বপ্নযাত্রা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

সাগরেই থেমে যাচ্ছে রোহিঙ্গাদের স্বপ্নযাত্রা। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা একটু ভালো থাকার আশায় সাগরপথে মালয়েশিয়াসহ অন্য কোনো দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এই কাজে তাদের প্রলুব্ধ করে মানব পাচারকারী চক্র। এই চক্রের প্রলোভনে পড়ে প্রতি মাসে হাজার হাজার রোহিঙ্গা ঘর ছাড়ছে। কিন্তু সংশ্লিষ্ট দেশের কোস্ট গার্ডের তৎপরতা অথবা নৌকার ইঞ্জিন বিকল হয়ে সাগরেই থেমে যাচ্ছে তাদের স্বপ্নযাত্রা। সাগরে ভাসেন অর্ধাহারে অনাহারে। অনেকে মারা যান খাদ্য আর পানির অভাবে। অনুসন্ধানে    জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় অর্ধশতাধিক মানব পাচারকারী চক্র। এই চক্রের সদস্যরা উন্নত জীবনের আশ্বাস দিয়ে সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া, থাইল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রলুব্ধ করে। তাদের ফাঁদে পা দিলেই তিন থেকে চার লাখ টাকায় চুক্তি হয় দালাল চক্রের সঙ্গে। অতঃপর টাকা নিয়ে দালাল চক্রের সদস্যরা রোহিঙ্গাদের তুলে দেয় নৌকায়। নৌকায় ওঠা রোহিঙ্গাদের কেউ কেউ মালয়েশিয়া এবং থাইল্যান্ড উপকূলে উঠতে পারলেও অনেকে আটকা পড়েন সাগরে। এদের অনেকেই ক্ষুধা এবং তৃষ্ণায় সাগরেই মারা যান। আবার কেউ কেউ মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড কোস্ট গার্ডের হাতে বন্দি হয়ে করেন কারাবরণ। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘মানব পাচার চক্রের সদস্যরা টেকনাফ বেল্টকে রুট হিসেবে ব্যবহার করছে। তাই ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই মধ্যে কয়েকটি অভিযানে মানব পাচার চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চিহ্নিত করা হয়েছে আরও কিছু গডফাদারকে। তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’ কক্সবাজার আদালতের পিপি ফরিদুল আলম বলেন, কক্সবাজারের তিনটি আদালতে প্রায় ৭০০-এর মতো মানব পাচার মামলা রয়েছে। নানা প্রতিকূলতার কারণে এসব মামলার কার্যক্রম এতদিন থমকে ছিল। সম্প্রতি মামলাগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর